মেঘলা আকাশের দিকে চেয়ে
সেদিন মুখ রেখেছিলাম অতীতের পাতায় ।
শুধুমাত্র বয়ে যাওয়া দিনের থেকে একটু আলাদা প্রত্যাশায়
সারি সারি ঘটনার ঘনঘটায়,
ভালমন্দের সহাবস্থানে,
সেই দিনগুলো ছোপ ছোপ মেঘপুজ্ঞের মত ভেসে উঠছিল
কিছু নির্বাক পলকা হাসি, কয়েক ফোটা জল
কিছুক্ষনের নিস্তব্ধতা কাটিয়ে,
অঝোর ধারায় নেমে আসা বৃষ্টি
ধুয়ে দেয় সব ।
Wednesday, August 15, 2007
স্মৃতি
Tuesday, July 10, 2007
সবাইকে জানাই স্বাগতম ও অকুন্ঠ আহ্বান
আমাদের মধ্যে অনেকেই বাংলা ইউনিকোডে ব্লগিং করেন। তাঁদের সবার কাছে লেখা আহ্বান করছি। আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে এই অনলাইন বাংলা পত্রিকা সার্থক হয়ে উঠবে বলে আমি মনে করি।
এই বিষয়গুলির ওপর অপ্রকাশিত(নিজের/অন্যের) লেখা দিন, লেখকের নাম সহ।
- কবিতা
- ছোটগল্প
- বিজ্ঞান, প্রযুক্তি ও পপুলার সায়েন্স
- ভ্রমণকাহিনী
- প্রবন্ধ
- হাস্য-কৌতুক
- রম্যরচনা
- আপন কথা (নিজের চিন্তা ও তার প্রতিফলন / অভিজ্ঞতা)
- ডিজিটাল ফর্ম্যাটে রাখা নিজের অঙ্কন (অ্যাটাচমেন্ট হিসাবে পাঠাবেন)
- অন্য কিছু
লেখা পাঠান এই ঠিকানায়ঃ amaderkatha.webzine@gmail.com
অবশ্যই বাংলা ইউনিকোডে লিখে পাঠাবেন।
যাঁরা এই ব্লগে সরাসরি লেখার আমন্ত্রণ পেতে চান(গ্রুপ ব্লগিং) তাঁরা মন্তব্যতে নিজেদের ই-মেল রেখে যান।
কৃতজ্ঞতা সহ,
সম্পাদক
লিখেছেন সম্পাদক at 10:45 AM 11 মন্তব্য
ধরণ-ধারণঃ স্বাগতম্
Subscribe to:
Posts (Atom)