Tuesday, July 10, 2007

সবাইকে জানাই স্বাগতম ও অকুন্ঠ আহ্বান

আমাদের মধ্যে অনেকেই বাংলা ইউনিকোডে ব্লগিং করেন। তাঁদের সবার কাছে লেখা আহ্বান করছি। আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে এই অনলাইন বাংলা পত্রিকা সার্থক হয়ে উঠবে বলে আমি মনে করি।

এই বিষয়গুলির ওপর অপ্রকাশিত(নিজের/অন্যের) লেখা দিন, লেখকের নাম সহ।

  • কবিতা
  • ছোটগল্প
  • বিজ্ঞান, প্রযুক্তি ও পপুলার সায়েন্স
  • ভ্রমণকাহিনী
  • প্রবন্ধ
  • হাস্য-কৌতুক
  • রম্যরচনা
  • আপন কথা (নিজের চিন্তা ও তার প্রতিফলন / অভিজ্ঞতা)
  • ডিজিটাল ফর্ম্যাটে রাখা নিজের অঙ্কন (অ্যাটাচমেন্ট হিসাবে পাঠাবেন)
  • অন্য কিছু

লেখা পাঠান এই ঠিকানায়ঃ amaderkatha.webzine@gmail.com

অবশ্যই বাংলা ইউনিকোডে লিখে পাঠাবেন।

যাঁরা এই ব্লগে সরাসরি লেখার আমন্ত্রণ পেতে চান(গ্রুপ ব্লগিং) তাঁরা মন্তব্যতে নিজেদের ই-মেল রেখে যান।

কৃতজ্ঞতা সহ,

সম্পাদক

11 comments:

tojo said...

বাঃ।দারুন।বাংলা এই ব্লগের সাফল্য কামনা করি।

মধুশ্রী said...

ব্লগ্‌পত্রিকা "আমাদের কথা"র শুভ'সূচনালগ্নে, এটির ভবিষ্যত সাফল্য ও বিকাশ কামনা করি।

Lin Rahaman said...

ব্লগ শুরু করার জন্য ধন্যবাদ।

আলোকিত said...

ব্লগ কই? :-S

শামীম said...

এখানে কি শুধু লেখা পাঠাতে হবে? গ্রুপ ব্লগিং-এর অপশন নাই?

সম্পাদক said...

অবশ্যই আছে। আপনি খালি এখানে আপনার email টা রেখে যান।

সম্পাদক said...

কাজের কথা বলেছেন। পোস্টটা একটু পরিবর্তন করে দিলাম।

Wings Of Wish said...

আপনাদের ব্লগে সরাসরি লেখা পাঠাতে ইচ্ছুক আমার ইমেল ID : wingsofwish@aol.in .আপনাদের কাছ থেকে শীঘ্র উত্তর আশা করছি ।

মাল্যবান said...

ব্লগটা আর চালাচ্ছেন না কেনো ?
আবার শুরু করুন।
আমার শুভেচ্ছা রইলো।
আমার ব্লগ ঠিকানাঃ
http://malyaban.blogspot.com

Unknown said...

বাংলাদেশে www.bdtender.com ই প্রথম টেণ্ডার নটিফিকেসান সার্ভিস চালু করেছে । আপনি এখন্ আর দশ, পনের, বিশটি পত্রিকা কেনার প্রয়োজন নেই । দেশের সকল পত্রিকার টেণ্ডার/দরপত্র গুলি একত্র করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে তাতে আর আপনাকে বাড়তি ঝামেলা পোহাতে হবেনা এবং আপনার আর কষ্ট করে সব গুলি টেণ্ডার/দরপত্র দেখতেও হবে না । শুধু ক্যাটাগরি সিলেক্ট করে দিলেই আপনার কাঙ্ক্ষিত টেণ্ডার/দরপত্র টি ই- মেইল এলার্টের মাধ্যমে আপানার কাছে পোঁছে যাবে ।
আজই রেজিস্ট্রেশান করুন ! আপানার মূল্যবান সময় ও অর্থ দুটোই বাঁচান এবং নিরাপদ থাকুন।

Unknown said...

ei blog ki chalu ache ?